শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ১৮, ২০২২
০২:৪১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২২
০৪:২১ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।
প্রভোস্ট বলেন, জাতির জনকের জীবন দর্শণ আমাদের জীবন চলার পথে শীতল ছায়ার মত। জীবনে-সংগ্রামে আপনি গ্রহণ করতে পারেন সঠিক পথের নির্দেশনা। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রনায়ক হিসেবে তিনি এক অনুকরনীয় ব্যক্তিত্ব। বর্তমান তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মর্মবাণী পৌছে দেয়ায় এই আয়োজনের মূল লক্ষ্য ছিল। এছাড়া এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে হলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আবাসিক শিক্ষার্থীবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং সম্মানিত সহকারী প্রভোস্টবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এরআগে বঙ্গবন্ধু হলের সামনে কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করে হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা। তার আগে সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে হল কর্তৃপক্ষ।
পরে হলের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে হল কর্তৃপক্ষ। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিশকাত আহমেদ নওশাদ, দ্বিতীয় স্থান অধিকার করে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম, তৃতীয় স্থান অধিকার করে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহ মো. আশরাফুল ইসলাম।
অন্যদিকে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জাফর উদ্দিন লাসিম, দ্বিতীয় স্থান অধিকার করে বাংলা বিভাগের শিক্ষার্থী মিশন রায়, তৃতীয় স্থান অধিকার করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. লুৎফুজ্জামান। মহান স্বাধীনতা দিবসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এসময় বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্ট সহকারী প্রভোস্ট সহাকারী অধ্যাপক মনিরুজ্জামান খান, সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার,সহকারী অধ্যাপক মো. সোলায়মান হোসাইন সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান, সহকারী অধ্যাপক হেদায়েতুল্লাহ আল হাদি, সহকারী অধ্যাপক মশিউর আলম মিশু প্রভাষক এ আর মো. আরিফুর রহমান, এবং হলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরসি-২৭