ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২২
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২২
০৩:৩৬ পূর্বাহ্ন



ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কলামিস্ট ব্রজেন্দ্র কুমার দাস বলেছেন, ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। স্বাধীন বাংলাদেশের সপ্নদ্রষ্টা, নির্মাতা ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মানুষের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি ভালোবাসা তাকে এনে দিয়েছে এই অনন্যতা। ১৯৭৪ থেকে ১৯৭১ গণমানুষের আন্দোলন, নায্য অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। দীর্ঘ ২৪ বছর কারাগারে কাটিয়েছেন শুধু মাত্র দেশ ও জনতার অধিকার আদায়ে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেট আয়োজিত চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, যুগ যুগ ধরে অধিকার বঞ্চিত বাঙালি জাতির মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা, একটি স্বাধীন সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। আমরা তাঁর কাছে চিরঋনী, আজ এই মহিরুহের ১০২তম জন্মবার্ষিকী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি শ্রদ্ধা ও ভালোবাসায়। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানতে হবে, জানাতে হবে। এই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। ১৯৭৫ এরপর দীর্ঘসময় বাংলাদেশে ইতিহাস বিকৃতির একটি কালো অধ্যায় রচিত হয়েছে। এখন আমরা সেই অভিশাপ মুক্ত হয়েছি। এখন সময় এসেছে নতুন করে পুরাতন কে জানার, মিথ্যাকে  ছুঁড়ে ফেলে সত্য কে জানার। বঙ্গবন্ধুর আদর্শ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে হবে।’

গতকাল বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। জতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে সকাল  সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।  

পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটের কমান্ড্যান্ট অফিসার ফাল্গুনী পুরকায়স্থের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেধালয় স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস। 

পুলিশ পরিদর্শক (নি.) রঞ্জন কুমার সামন্ত ও এসআই(নি.) জগৎজ্যোতি চৌধুরীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেধালয় স্কুলের শিক্ষক মামুন পারভেজ, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন রূপকথা ও অমিত বিক্রম দাশ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কন্সটেবল আসাদুজ্জামান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন কন্সটেবল জুবেলী রানী দাস। প্রতিযোগীতায় সিলেটের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন অপরাজিতা দাশ কথা ও একক সংগীত পরিবেশন করেন বিজয়ী তালুকদার রিচি এব দলীয় সংগীত পরিবেশন করে মেধালয়ের শিক্ষার্থীরা।

আরসি-৩০