গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২২
০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২২
০৪:৫৮ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ১৭ মার্চ) বিকেল ৩টায় ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ ছদরুলউলা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক সচিব ফখরুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. রঞ্জিত কুমার দে, সাবেক সরকারি কর্মকর্তা আবুল হোসেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আমিন, সাবেক সরকারি জিটিসিএলের কর্মকর্তা মুহিত উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, বিশিষ্ট মুরব্বি ও শিক্ষানুরাগী আব্দুর নূর মছলাই, আবদুল জলিল, আবদুল মুনিম, আাতাউর রহমান উতু মিয়া, শাহাব উদ্দিন, আনোয়ার হোসেন, আবদুল ছায়াদ, আবুল লেইছ, আকতার হোসেন লাল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ খছরুল ইসলাম, রেজওয়ান হোসেন রাজু, সমাজসেবক জাকারিয়া হোসেন উজ্জ্বল প্রমুখ।
সভায় ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এলামনাই এসোসিয়েশন গঠণের লক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক সাবেক সচিব ফখরুল ইসলামকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে ।
কমিটির বাকি সদস্যরা হলেন ডা. রঞ্জিত কুমার দে, রেজাউল আমিন, মজির উদ্দিন চাকলাদার, শাহাব উদ্দিন আহমদ, মনসুর আহমদ, আব্দুর নূর মছলাই, আব্দুল মুতলিব, মোহাম্মদ আলাউদ্দিন আব্দুল ছায়াদ, কাজল কান্তি দাস। সভায় ঈদুল ফিতরের পরে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এফএম/আরসি-৩২