নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৯, ২০২২
০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৯, ২০২২
০৫:৪৫ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির সম্মেলনের একেবারে আগমুহূর্তে অবসান হলো বিয়ানীবাজার বিএনপির কাউন্সিল নিয়ে উৎকণ্ঠা। কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। উপজেলা বিএনপির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল কাহের শামীম, সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সদস্য আলী আহমদ, সদস্য আসিক উদ্দিন চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, উপজেলা বিএনপির সদস্য ওহিদ আহমদ তালুকদার।
কাউন্সিলে বিয়ানীবাজার উপজেলা বিএনপির পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট আহমদ রেজা সভাপতি এবং সরওয়ার হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আখতার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
প্রসঙ্গত, আগামী ২১ মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা রয়েছে।
আরএম-০১