ধর্মীয় ভাব-গাম্ভীর্যে সিলেটে পালিত শবে-বরাত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৯, ২০২২
০৭:২৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২২
০৮:০৭ অপরাহ্ন



ধর্মীয় ভাব-গাম্ভীর্যে সিলেটে পালিত শবে-বরাত

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুক্রবার রাতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত।

ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন।

বিশেষত সিলেটের শাহজালার (র.) মাজার ও শাহপরান (র.) মাজারে  মুসল্লিদের ভিড় ছিল সর্বাধিক।

এছাড়া মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সিলেটের বিভিন্ন মসজিদে মুসল্লিরা বিশেষ মুনাজাত ও দোয়া-খায়েরে শামিল হয়েছেন।

এছাড়াও প্রায় প্রতিটি মুসলিম ঘরে নারী ও শিশুরা কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল আছেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ আজ শনিবার নফল রোজাও পালন করবেন।

বাসাবাড়ি এবং মসজিদে মসজিদে রাতভর চলবে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য ইবাদত-বন্দেগি।

উল্লেখ্য, আরবি মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের বা মুক্তির রজনী বলা হয়। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ বা ‘লাইলাতুম মিন নিসফি শা’বান’। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।

আরসি-০২