সিলেটে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৯, ২০২২
০৫:৫৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২২
০৫:৫৭ অপরাহ্ন



সিলেটে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে

সিলেটে গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকার মতো কমেছে। চাল ও ডালের দাম বেড়েছে। সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে চিনির দাম।

সিলেট নগরের বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে আমদানি করা পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হলেও এখন কমে দাঁড়িয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়।

পেঁয়াজের দাম কমার কারণ জানতে চাইলে নগরের সোবহানীঘাট এলাকার ব্যবসায়ী আজিজুল হোসেন বলেন, সরবরাহ কম থাকায় গত সপ্তাহে পেঁয়াজের দাম একটু বেড়েছিল। এখন পেঁয়াজের সরবরাহ ঠিক হয়ে গেছে। বাজারে প্রচুর ভালো পেঁয়াজ আসছে। এ কারণে দামও কমেছে।

সবজির বাজারেও বেশির ভাগ দাম কিছুটা কমেছে। বাকি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

নগরের আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রকারভেদে ডাল ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বাজারে ডালের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। কিছু কিছু চালের দাম বেড়েছে।

সবজির বাজার ঘুরে দেখে গেছে, বেশির ভাগ সবজির দাম অপরিবর্তিত আছে অথবা কমেছে। বেড়েছে দু-একটি সবজির দাম।

সপ্তাহের ব্যবধানে করলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৭০ টাকা এবং বরবটি ৬০ টাকা। ১০ থেকে ১৫ টাকা বেড়ে লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

আরসি-০৬