গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ২০, ২০২২
০১:২৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
০১:৪৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিলেটের গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দক্ষিণ দত্তরাইল ইয়ুথ সোসাইটি।

আজ শনিবার (১৯ মার্চ ) বেলা ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও শিক্ষানুরাগী মনজুর সাফি চৌধুরী এলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।  বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসা জরুরী।

এসময় উপস্থিত ছিলেন, মিশিগান ইউএস এর সাবেক কাউন্সিলর কাজী মকসুদ, সমাজসেবক ফরহাদ আহমদ, আব্দুল কুদ্দুস, জাকের আহমদ, আশরাফ রাব্বি, বুরহান উদ্দিন, আমিন রুহুল, বুরহান আহমদ, রিয়াজ, সাফওয়ান উদ্দিন, মাহমুদুল হক, সামাদ আহমদ প্রমুখ।

এসময় অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। 

এফএম/আরসি-১৪