সিলেট মিরর ডেস্ক
মার্চ ২০, ২০২২
০৫:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২২
০৫:০৮ পূর্বাহ্ন
ইউক্রেনে রাশিয়ার আক্রমণে ‘ইন্ধন না দিতে’ চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর এর জবাবে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ইউক্রেন যুদ্ধ শুরুর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করে যুদ্ধ বন্ধের দায়িত্ব নিতে বলেছেন।
যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানরা গত শুক্রবার প্রায় দুই ঘণ্টা ভিডিও কলে কথা বলেন। এরপর এ সম্পর্কে যার যার কার্যালয় থেকে প্রকাশ করা হয় বিবৃতি।
চিনপিংকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম বলে, ‘ইউক্রেনের সংকট এমন একটি ঘটনা যা আমরা দেখতে চাই না।’
ইউক্রেন সংঘাতের পেছনের কারণগুলো সমাধানে রাশিয়ার সঙ্গে ন্যাটোর আলোচনা করা উচিত বলে চিনপিং মন্তব্য করেছেন। তিনি বাইডেনকে বলেছেন, ‘ইউক্রেনে যে লড়াই চলছে তা কারোই উপকার করবে না। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সংঘাতের পর্যায়ে যাওয়া উচিত নয়।’
চীনের প্রেসিডেন্ট আরো বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের উচিত সঠিক পথে দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিচালিত করা। দুই পক্ষেরই উচিত আন্তর্জাতিক পর্যায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা।’
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের শহরগুলোতে বেসামরিক মানুষদের বিরুদ্ধে বর্বর হামলা চালানো রাশিয়াকে যদি চীন যদি সরঞ্জাম দিয়ে সমর্থন যোগায়, তাহলে যে প্রভাব ও পরিণতি হবে তা তুলে ধরেছেন বাইডেন।’
এর সরাসরি জবাব দেওয়ার পরিবর্তে চিনপিং বলেছেন, ‘বাঘের গলায় ঘণ্টাটা যিনি বেঁধেছেন, খুলতে হবে তাকেই।’
সূত্র : এএফপি
আরসি-০১