সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, পাবেন ১ লাখ ৮২ হাজার কার্ডধারি

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২০, ২০২২
০৫:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
০৫:৩৭ পূর্বাহ্ন



সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, পাবেন ১ লাখ ৮২ হাজার কার্ডধারি

রমজান মাস উপলক্ষে টিসিবি’র পণ্য পাবে সিলেট জেলার ১ লাখ ৮২ হাজার ৩৬৩ পরিবার। আজ রবিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে সিলেটে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হবে।

নগরের ১৪টি ওয়ার্ডের ১৮টি পয়েন্টে এবং জেলার ৪৪টি পয়েন্টে একযোগে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

শনিবার (১৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, ‘এরই মধ্যে সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে গ্রাহক কার্ড বিতরণ করা হয়েছে। মহানগরে ৪৫ হাজার পরিবার ও জেলায় ১ লাখ ৩৭ হাজার ৩৬৩ পরিবার কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য পাবেন।’

টিসিবি’র ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন। সুবিধাভোগীরা মাসে দুইবার এই সুবিধা পাবেন।

তিনি আরও জানান, প্রথম ধাপে আজ রবিবার সকাল ১০টা থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার ১৪টি ওয়ার্ডে (১ থেকে ১৪ নম্বর ওয়ার্ড) টিসিবি’র পণ্য বিক্রি হবে। পরে, অন্যান্য ওয়ার্ডেও পাওয়া যাবে এসব পণ্য। প্রত্যেকে কার্ড প্রদর্শন করে পণ্য কিনবেন এবং কার্ডে তা লিপিবদ্ধ হবে। একটি কপি বিক্রেতা ডিলারের কাছে সংরক্ষিত থাকবে।

সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের ১৮টি স্থানে ও ১৩টি উপজেলার ৪৪টি স্থানে একযোগে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করেছে জেলা প্রশাসন।

সিসিক এলাকার ৪৫ হাজার পরিবারের জন্য প্রথম ধাপে বরাদ্দ রয়েছে, ৯০ হাজার লিটার সয়াবিন তেল ৯০ হাজার মেট্রিক টন চিনি ও ৯০ হাজার মেট্রিক টন মসুরের ডাল।

জেলার ১ লাখ ৩৭ হাজার ৩৬৩ পরিবার পাবে মোট ২ লাখ ৭৪ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল, ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন চিনি ও ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন মসুরের ডাল।

মৌলভীবাজার জেলার ৭২ হাজার ৪২৬, সুনামগঞ্জ জেলার ১ লাখ ১৪ হাজার ৯১২টি ও হবিগঞ্জ জেলার ৯১ হাজার ৮২০ পরিবার টিসিবি’র পণ্য পাবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, টিসিবি’র পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে থাকবে সিলেট সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে থাকবে মনিটরিং টিম। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ও উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক মনিটরিং টিম মাঠে থাকবে।

এসএইচ/আরসি-০২