কিয়েভে নাশকতায় আটক ১২৭

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২০, ২০২২
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
১২:৫৩ পূর্বাহ্ন



কিয়েভে নাশকতায় আটক ১২৭

ছবি- প্রতীকি

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে নাশকতার অভিযোগে ১২৭ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ১৪ জন অনুপ্রবেশকারীও রয়েছেন। কিয়েভের সেনা দফতরের প্রধান মিকোলা জিরনভ এ তথ্য জানিয়েছেন।

জিরনভ বলেন, রুশপন্থিদের ধরতে রাস্তায় তল্লাশিচৌকি বসানো হয়েছে। আটক ১২৭ জনের বিরুদ্ধে নাশকতা ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

যুদ্ধকালীন দীর্ঘ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে জিরনভ বলেন, কিয়েভের ৩৫টি বিপণিবিতান ও ৬৩৫টি দোকান খোলা রয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি। এরপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়। রুশ অভিযান বন্ধে রাশিয়া–ইউক্রেন দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে আগ্রহী কয়েকটি দেশ। এর মধ্যে, কয়েক দফা বৈঠকেও বসেছেন দুই দেশের শীর্ষ নেতারা। কোনো সমঝোতা ছাড়াই ওই সব আলোচনা শেষ হয়েছে।


এএফ/০১