নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২২
০৬:১২ অপরাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২২
০৯:৪৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে।
আগামীকাল সোমবার (২১ মার্চ) সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সম্মেলনকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হলেও ঠিক একদিন আগে স্থগিত হয়ে গেল বিএনপির সম্মেলন।
তবে ঠিক কী কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা বলেছেন, একাধিক উপজেলা থেকে সময়মতো ভোটার তালিকা না আসায় স্থগিত হয়েছে।
সম্মেলন স্থগিতের বিষয়ে নিশ্চিত হতে জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল গাফফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিররকে বলেন, 'আমিও এমন বিষয় শুনছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি। কিছুক্ষণ পর বিষয়টি নিশ্চিত হতে পারব।'
তবে সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। তিনি বলেন, ‘সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।’
এনএইচ/আরসি-০৮