কুলাউড়ার পলাতক আসামী কুমিল্লায় গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি


মার্চ ২০, ২০২২
০৬:৫২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
০৬:৫২ পূর্বাহ্ন



কুলাউড়ার পলাতক আসামী কুমিল্লায় গ্রেপ্তার

মৌলভীবাজার কুলাউড়া থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকা থেকে জাকির হোসেন (২১) নামের ওই আসামীকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির উপজেলার কাউকাপন এলাকার মৃত সামছুল হক বাচ্চুর ছেলে।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে উপজেলার কাউকাপন-কটারকোনাগামী পাকা রাস্তায় আসামি জাকির হোসেন ও তার অন্যান্য সহযোগীরা একত্রিত হয়ে কাউকাপন বাজারে বন্ধু ভেরাইটিজ স্টোরের ব্যবসায়ী স্বপন চন্দ্র দে (৩০) কে মারধর করে গুরুতর জখম করে নগদ ২ লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় স্বপনের পিতা প্রতাপ চন্দ্র দে থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

অভিযানে জাকিরের সহযোগী কাবুল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলেও আত্মগোপনে চলে যায় প্রধান আসামি জাকির হোসেন।

প্রায় ৬ মাস পর তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজার থেকে জাকিরকে গ্রেপ্তার করে কুলাউড়ায় থানায় নিয়ে আসা হয়।বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আসামি জাকিরকে গ্রেপ্তার করে রবিবার (২০ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

জে এইচ/বি এন-০১