নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২২
০৯:৩৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২২
০৯:৩৬ অপরাহ্ন
আলীয়া মাদ্রাসা মাঠে সম্মেলনস্থল পরিদর্শনে আরিফুল হক চৌধুরীসহ নেতাকর্মীরা। ছবি- সিলেট মিরর
সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামীকাল সোমবার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কেন্দ্রের নির্দেশে সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হলেও সম্মেলনস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলে বিএনপির সভাপতি প্রার্থী আরিফুল হক চৌধুরী।
এসময় তার সঙ্গে ছিলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীসহ নেতাকর্মীরা।
আরিফুল হক সমাবেশস্থল ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
সম্মেলন স্থগিত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে আমাকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন আমাকে ফোনে জানান সম্মেলন স্থগিত করা হয়েছে।’
কেন সম্মেলন হঠাৎ স্থগিত করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেন না জানিয়ে বলেন, ‘আগামীকাল কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন আসছেন। তখন জানা যাবে।’
এমন সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে সবাই আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ভোট দেবেন, নতুন নেতৃত্ব নির্বাচন করবেন এ নিয়ে তাদের মধ্যে উৎসাহ উদ্দিপনা কাজ করছিল। এমন সময় আগেরদিন স্থগিতের সীদ্ধান্ত তাদের কিছুটা হলেও হতাশ করবে তাতে সন্দেহ নেই।’
এএফ/০৪