সিলেটে বিদ্যুৎ বিভাগের লেজার শো সোমবার

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২২
০২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২২
০২:৩৭ পূর্বাহ্ন



সিলেটে বিদ্যুৎ বিভাগের লেজার শো সোমবার

-প্রতীকী ছবি

মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়ন উদযাপন উপলক্ষে সিলেটে আলোক প্রক্ষেপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল সোমবার (২১ মার্চ) নগরের চালিবন্দরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আলোক প্রক্ষেপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজর করেছে সিলেটের বিদ্যুৎ বিভাগ।

সিলেট বিদ্যুৎ বিভাগ জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ লেজার শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বিকেল ৫ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির উক্ত অনুষ্ঠানে সিলেটবাসীর উপস্থিতি কামনা করে বলেন, ‘মুজিববর্ষে দেশের শতভাগ এলাকা বিদ্যুতায়নের জন্য গৃহীত মহাপরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। সিলেটবাসীকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি।’

আরসি-১২