দয়ামীর মাদ্রাসার হিফজখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২২
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২২
০৩:৫১ পূর্বাহ্ন



দয়ামীর মাদ্রাসার হিফজখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে এর অর্থায়নে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দয়ামীর দারুল উলুম মাদ্রাসার হিফজ খানার ভিত্তিস্থাপন করা হয়েছে।

আজ রবিবার (২০ মার্চ) মাদ্রাসাপ্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ছানাওর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দয়ামীর মাদ্রাসার মুহতামীম নজরুল ইসলাম চৌধুরী।

শিক্ষক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহীদ, দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি আবুল কালাম, ট্রাস্টের সহ-সভাপতি সুলেমান উল্লা, ট্রাস্টের উপদেষ্টা আব্দুর রব, নুর মিয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মহসিন আলী, সহ-সভাপতি বদরুল আলম চৌধুরী, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জুয়েল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ শাহীন, সেবুল আহমদ, ব্যবসায়ী আব্দুল আজিজ, মখলিছ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্যস্থ দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট দয়ামীর ইউনিয়নের জন্য আশীর্বাদস্বরুপ। সুদূর প্রবাসে থেকেও ট্রাস্টের নেতৃবৃন্দ ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। গৃহহীন অনেক পরিবারকে ঘর তৈরি করে দিয়ে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। তারই ধারাবাহিকতায় দয়ামীর মাদ্রাসার হিফজখানা নির্মাণ করে দিচ্ছে দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট।

হিফজখানা নির্মানে বক্তারা বিশেষ করে ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি বদরুল হোসেইন জুনা চৌধুরীর অবদানের কথা উল্লেখ করেন। ভিত্তিস্থাপন শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামীম নজরুল ইসলাম চৌধুরী।

আরসি-১৭