কুলাউড়ায় প্রথম দিনে ৮০০ পরিবার কিনল টিসিবির পণ্য

কুলাউড়া প্রতিনিধি


মার্চ ২০, ২০২২
০৪:২১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২২
০৪:২১ অপরাহ্ন



কুলাউড়ায় প্রথম দিনে ৮০০ পরিবার কিনল টিসিবির পণ্য

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্ধারিত কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয় করলেন ৮'শ জন উপকারভোগী।

আজ রবিবার (২০ মার্চ) কুলাউড়া পৌরসভায় ও উপজেলার বরমচাল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টিসিবির পণ্য ক্রয়ের জন্য ১২ হাজার ৮৮৪ পরিবারকে নির্ধারিত কার্ডের আওতায় আনা হয়েছে।

প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলসহ ৪৬০ টাকার প্যাকেজে ও দ্বিতীয় ধাপে একই প্যাকেজের সঙ্গে ২ কেজি ছোলা সংযোজন করে ৫৬০ টাকায় ওইসব পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। 

রবিবার প্রথম দিনে পৌরসভার ৫০০ পরিবার ও বরমচাল ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলসহ ৪৬০ টাকার প্যাকেজে পণ্য বিক্রয় করা হয়।

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম ফরহাদ চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট প্রমুখ।

ইউএনও এটি এম ফরহাদ চৌধুরী বলেন, নির্ধারিত কার্ডের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে পণ্য বিক্রয় করা কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই কার্ডধারীরা পণ্য কিনতে পেরেছেন। প্রথমদিনে কুলাউড়া পৌরসভা ও বরমচাল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।

জেএইচ/আরসি-১৯