নিজস্ব প্রতিবেদক
মার্চ ২১, ২০২২
০৪:৪১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২২
০৫:২৫ পূর্বাহ্ন
সময়মতো ভোটার তালিকা প্রস্তুত করতে না পারায় সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে ভোটার তালিকা যাচাই-বাচাইয়ের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় বিএনপি ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
ভোটার তালিকা যাচাই-বাছাই করতে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল ওয়াহিদ সোহেল।
আগামী ২৭ মার্চের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন কেন্দ্রে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিল বা নির্বাচনের কমপক্ষে ৭ দিন আগে ভোটার বা কাউন্সিলারের তালিকা প্রকাশ করা উচিত ছিল। কিন্তু জেলা বিএনপি কাউন্সিলের আগের দিন ভোটার তালিকা প্রকাশ করেছে এবং কেন্দ্রে প্রেরণ করেছেন। যার ফলে কাউন্সিলে সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কাউন্সিল স্থগিত থাকবে।
বিএনপি জানিয়েছে, জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর সম্মেলনে সরাসরি ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করার কথা ছিল। এজন্য ১ হাজার ৮১৮ জনের ভোটার তালিকা আজ রবিবার সকালে প্রস্তুত করে কেন্দ্রে পাঠানো হয়। তবে এ সময় কেন্দ্র জানায়, ভোটার তালিকা প্রস্তুতের এত কম সময়ের মধ্যে কাউন্সিল করা সম্ভব নয়। তাই আপাতত তা স্থগিত করা হলো।
উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ২০১৯ সালের ২ অক্টোবর কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে দুই বছরের বেশি সময় পর আজ ২১ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেন।
সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও আব্দুল কাইয়ুম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন আলী আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মো. আব্দুল মান্নান, কামরুল হাসান চৌধুরী শাহীন, আফম কামাল ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়ন না দেওয়ায় নির্বাচন বোর্ডে বাতিল হয় আব্দুল আহাদ খান জামালের মনোনয়ন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন মো. লোকমান আহমদ, অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, শাকিল মোর্শেদ ও মো. শামীম আহমদ।
এনএইচ/আরসি-২০