শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ২১, ২০২২
০৬:৫১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২২
০৬:৫৪ পূর্বাহ্ন
দুটি কিডনি বিকল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রূপক। তার চিকিৎসায় প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা, যা তার একার পক্ষে ব্যবস্থা করা কষ্টসাধ্য৷ এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করছে।
এরই ধারাবাহিকতায় তার চিকিৎসার্থে অর্থ সংগ্রহে সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’আয়োজন করতে যাচ্ছে চ্যারিটি কনসার্ট ‘সিগভিন্সির’।
আগামী বৃহস্পতিবার(২৪ মার্চ)বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'ডি' এর গ্রাউন্ডে এ কনসার্টের আয়োজন করা হবে বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি মাশরাফি বিন মোক্তার অর্ণব ।
সংগঠনটির সভাপতি জানান, লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুজিবুর রহমান রূপক; দুটি কিডনি বিকল হয়ে রূপক দুর্বিসহ জীবন পার করছেন। চিকিৎসার জন্য প্রয়োজন পঞ্চাশ লাখ টাকা। তার চিকিৎসার্থ সংগ্রহেই নোঙর এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। এতে পারফর্ম করবে উন্মাদ, মেঘদল এবং নোঙরের ব্যান্ড দল। অর্থ সংগ্রহে চ্যারিটি ফান্ড সংগ্রহে প্রতি টিকেটের মূল্য দেড়শো টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
কনসার্টের বিষয়ে তিনি বলেন, ডেনিস ভাষার শব্দ 'সিগভিন্সির'। এর মানে হল 'অসুস্থতাকে জয় করা'। রূপক ভাইকে সাহায্য করার মাধ্যমে তার অসুস্থতা কেটে যাবে তাই এই নাম। এসময় কনসার্টে অংশ নিতে ফান্ড গঠনে প্রত্যেককে টিকেট সংগ্রহের আহ্বান জানান অর্নব।
উল্লেখ্য, মুজিবুর রহমান রুপক শাবির লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । তার দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট ও বিদেশে চিকিৎসা বাবদ তার জন্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রয়োজন। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই ও বিভিন্ন সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ফান্ড কালেকশনে কাজ করে যাচ্ছে।
এইচএন/আরসি-০৩