বঙ্গবন্ধুর ভাষণের প্রত্যেক্ষদর্শী পাঁচ শ্রোতাকে সম্মাননা প্রদান

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২২
০৭:৫৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২২
০৭:৫৭ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ভাষণের প্রত্যেক্ষদর্শী পাঁচ শ্রোতাকে সম্মাননা প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন সরাসরি শোনা ৪ জনকে এবং ১ জনকে বিশেষ  সম্মাননা প্রদান করেছে সিলেট জেলা যুবলীগ।

রবিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে গুণী এ ৫ ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিতরা হলেন বীর মুক্তিযোদ্ধা  সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, তোফাজ্জল হোসেন হেলাল, অধ্যাপক গ.ক.ম আলমগীর। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম শামনুননাহার মিনুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন।

এর আগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র উদ্ধোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। এ সময় বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গুনীজনকে সম্মান দিলে সমাজে গুনীজন জন্মায়। আওয়ামী লীগ সব সময় গুণী ও ত্যাগীকে সম্মান দেয়। সেই ধারাবাহিকতা রক্ষা করেছে সিলেট জেলা যুবলীগ। বঙ্গবন্ধুর ভাষণের ৫ প্রত্যেক্ষদর্শীকে সম্মাননা প্রদান স্মরণীয় হয়ে থাকবে।’

বক্তারা আরও বলেন, ‘তারুণ্যে ভরা সিলেট জেলা যুবলীগ সব সময় ডায়নামিক কাজ করে। জাতির পিতার ৭ মার্চের ভাষন একটি ইতিহাস, বাঙালির জাতির গৌরব, স্বাধীনতার স্বীকৃতিস্বরূপ। সরাসরি যারা এ জ্বালাময়ী ভাষন শুনতে পেরেছেন তারাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সরাসরি ভাষণ শোনা ৫ ব্যক্তিকে সম্মাননা দিয়ে সিলেট জেলা যুুবলীগ প্রশংসনীয় কাজ করেছে।’

আরসি-০৫