শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ২১, ২০২২
০৭:৩৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২২
০৭:৩৬ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন’ নির্বাচনের ভোট গ্রহণ।
সোমবার ( ২১ মার্চ) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়, ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে উচ্ছ্বাসিত ভোটাররা।
এ বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের সভাপতি পদপ্রার্থী এ এস এম খয়রুল আক্তার চৌধুরী বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে৷ আমরা এ অগ্রযাত্রাকে সামনে রেখে এবং কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই।
এ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রবিউল ইসলাম (জুয়েল) বলেন, আমরা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের অফিসারদের মানমর্যাদা অক্ষুন্ন রাখার লক্ষ্যে কাজ করব এবং অফিসারদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।
ইউনুস-পারভেজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মো. ইউনুস আলী বলেন, সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্লাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বাচনে জয় নিয়ে আমরা আশাবাদী, ভোটাররা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের ভোট প্রয়োগ করবেন। আমাদের প্যানেল নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
এ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মখলিছুর রহমান (পারভেজ) বলেন, ভোটাররা উৎসুকভাবে ভোট প্রদান করছে। জয় নিয়ে আমরা আশাবাদী। বর্তমানে বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে গেছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করব আমরা।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ মোট ১১টি পদে ২৬৪ টি ভোটের বিপরীতে ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের খয়রুল-জুয়েল প্যানেল’ ও ‘ইউনুস-পারভেজ প্যানেল’ থেকে ২২ জন কর্মকর্তা প্রতিদ্বন্ধিতা করছেন। ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ এর ‘খয়রুল-জুয়েল প্যানেল’ থেকে প্রেসিডেন্ট পদে বিশ্ববিদ্যালয়ের আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আক্তার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে ডেপুটি লাইব্রেরিয়ান সেবিকা সুলতানা, জেনারেল সেক্রেটারি পদে মো. রবিউল ইসলাম (জুয়েল), এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে হিসাব কর্মকর্তা মো. আবুল কালাম চৌধুরী, ট্রেজারার পদে এসিসট্যান্ট রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক এবং ৬টি কার্যনির্বাহী সদস্য পদে এক্সাম কন্ট্রোলার মো. মুজিবুর রহমান, উপ-মহাবিদ্যালয় পরিদর্শক মো, তাজিম উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. ফখর উদ্দিন, সহকারী প্রকৌশলী জয়নাল আহমদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক ও রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ‘ইউনুস-পারভেজ প্যানেল’ থেকে প্রেসিডেন্ট পদে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, ভাইস প্রেসিডেন্ট পদে পরিবহণ দপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, জেনারেল সেক্রেটারি পদে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র সুপারভাইজার সাহেদ আহমদ, ট্রেজারার পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার আবু সিনা হাসান মুসান্না জামী এবং ৬টি কার্যনির্বাহী সদস্য পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, এসিসট্যান্ট রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, রসায়ন বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার এ কে এম জাকির হোসেন ও রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এইচ এন/বি এন-০৩