শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ২১, ২০২২
০৯:২৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২২
০৯:২৬ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগে ২০২০-২১ সেশনে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর ৪০২২ নং কক্ষে বিভাগের উদ্যোগে এ নবীরবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম আকাশ ও নুজাত মাদিহা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনিম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুুল্লাহ আল হোসাইনি, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক মো. মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জোবায়দা গুলশান আরা।
এ সময় নবীনবরণ অনুষ্ঠানের কনভেনর অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী বলেন, ‘তোমাদের ভালো শিক্ষার্থী হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। আশা করি তোমরা সে লক্ষ্য নিয়ে ভবিষ্যতে কাজ করবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে, এ কর্মকান্ডগুলো তোমাদের ভালো মানুষ ও নিজেদের মনমানসিকতা বিকাশে সহযোগিতা করবে’।
সভাপতির বক্তব্যে বিভাগের প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, পূর্বের ধারাবাহিকতায় বর্তমানেও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অনেকদূর এগিয়ে গেছে। আমাদের বিভাগ থেকে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা এ বিভাগে ভর্তি হয়েছো, আশা করি তোমরা বিভাগের অগ্রযাত্রাকে অক্ষুণ্ন রাখতে কাজ করবে।
এইচ এন/বি এন-০৫