গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পাঁচ ব্যবসায়ীকে আর্থিক অনুদান

গোয়াইনঘাট প্রতিনিধি


মার্চ ২৪, ২০২২
০৬:৫৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২২
০৬:৫৯ অপরাহ্ন



গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পাঁচ ব্যবসায়ীকে আর্থিক অনুদান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুপার বাজারে দোকান অগ্নিকাণ্ডে ভস্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্থদের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ ) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে রুস্তমপুর ইউনিয়নের কুপার বাজারের ৫ জন ব্যবসায়ীর দোকান অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হওয়ায় উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ। 

সহায়তাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন বগাইয়া হাওরের আব্দুল মতিন, আব্দুল লতিফ, দেবিদ্বারের ফারুক আহমদ, বিছনাকান্দির সহিদুল ইসলাম এবং ভিতরগুল এলাকার সুহেল আহমদ।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, বিগত ৫ই ফেব্রুয়ারি কুপার বাজারের ৫ জন ব্যবসায়ীর দোকান অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হওয়ায় উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করি। 

তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কিন্তু কিছুটা সহযোগিতা করার উদ্দেশ্যে উপজেলা পরিষদ থেকে  তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এম এম/বি এন-০১