সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৪, ২০২২
০৮:৪৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২২
০৮:৪৫ অপরাহ্ন
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন।
ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এ টিউলিপ ফুলের বাগান। ২০০৭ সালে তৈরি করা হয়েছিল এ বাগান। চলতি বছর এখানে ১৫ লাখ টিউলিপ ফুলের গাছ লাগানো হয়েছে।
চলতি বছর টিউলিপ উত্সব আয়োজন করা হতে পারে। এমনটিই জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন রঙের টিউলিপ ফুল দেখা যায় এ বাগানে।
করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই গার্ডেন। তবে ফুল গাছের পরিচর্যায় কোনো কমতি ছিল না।
বি এন-০৬