জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ২৪, ২০২২
০৯:৪৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২২
০৯:৪৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সূচনা প্রকল্পের আয়োজনে সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সুচনা প্রকল্পের আয়োজনে সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও আবু বক্কর শিকদার উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মো. আল আমিন।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন। আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মাসুদ রানা, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, সমাজসেবা কর্মকর্তা একেএম আজাদ ভূইয়া, তাহমিনা বেগম, যশোদা রানী প্রমুখ।
আর কে/বি এন-০৯