সিলেটে এক বছরে ২৬ হাজার যক্ষ্মা রোগী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৪, ২০২২
১১:২৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২২
১১:২৭ অপরাহ্ন



সিলেটে এক বছরে ২৬ হাজার যক্ষ্মা রোগী

-ফাইল ছবি

বিশ্ব যক্ষ্মা দিবসের সমীক্ষায় এ বছর সিলেটে এক বছরে প্রায় ২৬ হাজার যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। তবে সারাদেশের অবস্থা বিবেচনায় সিলেট বেশ ভালো অবস্থানে আছে।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সারা দেশের মতো সিলেটেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’। দিবসটি উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে এ তথ্য জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশে ৩ লাখ ৭ হাজার ৪৪৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন। এর মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হন ঢাকা বিভাগে, সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে। গত বছর ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮০ হাজার ১৩৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন। ময়মনসিংহে শনাক্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৪৭ জন।

বরিশালে ২১ হাজার ৪৮১, চট্টগ্রামে ৬০ হাজার ২২, ঢাকায় ৮০ হাজার ১৩৭, খুলনায় ৩৯ হাজার ৭৯৬, ময়মনসিংহে ১৯ হাজার ৪৭, রাজশাহীতে ২৯ হাজার ৩৩৫, রংপুরে ৩১ হাজার ৭০৮ যক্ষ্মা রোগীকে শনাক্ত করা হয়। এ ছাড়া সিলেট বিভাগে ২৫ হাজার ৯১৮ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন।

যক্ষ্মা মূলত একটি সংক্রামক রোগ, যা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলসিস নামক অতি সূক্ষ্ম জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয়। প্রধানত ফুসফুসই যক্ষ্মার জীবাণু দ্বারা আক্রান্ত হয়। তবে যক্ষ্মার জীবাণু দেহের অন্য অংশকেও আক্রান্ত করতে পারে।


এএফ/০২