সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৫, ২০২২
০২:১২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২২
০২:২৭ পূর্বাহ্ন
আগামী সোমবার (২৮ মার্চ) দেশব্যাপি অর্ধদিবস হরতাল সফল করতে নগরের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে নগরের মেডিকেল রোড, কুমারগাঁওসহ বিভিন্ন এলাকায় এ সব পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছানের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন, সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা রেজাউর রহমান রানা, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক ও ছাত্র ইউনিয়ন সিলেটের আহ্বায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ।
বক্তারা এসময় বলেন, ‘সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ এখন কম খেয়েও সংসার চালাতে পারছে না। করোনার কারণে একদিকে দেশে লক্ষাধিক মানুষ কাজ হারিয়েছে। অন্যদিকে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। কিন্তু সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে। এ অবস্থায় মানুষের জীবন বাঁচাতে আগামী ২৮ মার্চের হরতাল সফল করতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ-যবলীগের নেতাকর্মীরা। আগামী ২৮ মার্চের হরতাল সফলের মাধ্যমে সব অগণতান্ত্রিকতার জবাব দিবে জনগন।’
আরসি-০৯