অঘোষিত সফরে কাবুলে চীনা পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৪, ২০২২
০৯:৩২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২২
০৯:৩২ অপরাহ্ন



অঘোষিত সফরে কাবুলে চীনা পররাষ্ট্রমন্ত্রী

অঘোষিত সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন।

আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা বখতার-এর মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

কিভাবে তালেবান সরকারকে সাহায্য সহযোগিতা দেয়া যায় তা নিয়ে ৩০ ও ৩১ শে মার্চ আফগানিস্তানের প্রতিবেশীদের নিয়ে দু’দিনের সম্মেলন ডেকেছে চীন। তার প্রায় এক সপ্তাহ আগে কাবুল সফরে গেলেন ওয়াং ই।

গত আগস্টে তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই চীনের কোনো সিনিয়র নেতার আফগানিস্তান সফর। ইসলামাবাদে তিন দিনের সফর সম্পন্ন করে তিনি কাবুলে গিয়েছেন। ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি বিশেষ অতিথি হিসেবে।

বৃহস্পতিবার তিনি পৌঁছার পর কাবুলে তাকে স্বাগত জানান আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। উভয় পক্ষ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। এতে স্থিতিশীলতা ও উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

তালেবানরা ক্ষমতা নেওয়ার পরে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে একই রকম মিটিং এর আগে আয়োজন করে পাকিস্তান ও ইরান। উল্লেখ্য, ওয়াং ই সর্বশেষ কাবুল সফর করেছিলেন ২০১৭ সালের জুনে।

আরসি-১১