সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৫, ২০২২
০৩:৫১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২২
০৩:৫৬ পূর্বাহ্ন
ফোকলোরে বাংলা একাডেমি পুরস্কার-২০২১ অর্জনে ফোকলোরবিদ ও কবি ড. আমিনুর রহমান সুলতানকে সংবর্ধনা দিয়েছে সিলেটের সাহিত্য-সংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরের জিন্দাবাজার এলাকার গ্রন্থবিপণি বাতিঘরে এ অনুষ্ঠান হয়। রাত পৌনে ৯ টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, দৈনিক ‘সিলেট মিরর’-এর সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম সেলিম এবং কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. আমিনুর রহমান সুলতান মাটিঘেঁষা মানুষ। দীর্ঘদিন ধরে লোকসংস্কৃতি নিয়ে তিনি কাজ করছেন। তাঁর মতো গুণী ব্যক্তির কদর রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, এটা আনন্দের খবর।
সংবর্ধনার জবাবে ফোকলোরবিদ আমিনুর রহমান সুলতান বলেন, এভাবে সংবর্ধনা জানিয়ে সিলেটের সাহিত্য-সংস্কৃতিকর্মীরা আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আজীবন আমি কৃতজ্ঞতার সঙ্গে এ বিষয়টি মনে রাখব।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা ফুল ও উত্তরীয় দিয়ে সম্মিলিতভাবে সংবর্ধিত অতিথিকে বরণ করে নেন। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী লিংকন দাশ। তিনি রাধারমণের একটি গান পরিবেশন করেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ হতে সংবর্ধিত অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন চৈতন্যের প্রকাশক রাজীব চৌধুরী।
আয়োজকদের পক্ষে বক্তব্য দেওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত এবং লোকসংস্কৃতি গবেষক ও ব্যাংক কর্মকর্তা পার্থ তালুকদার সম্পাদিত ‘ফোকলোরবিদ আমিনুর রহমান সুলতান সংবর্ধন-পুস্তিকা’-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন বিশিষ্ট আবৃত্তিকার নাজমা পারভীন।
অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ছড়াকার ও আইনজীবী বিধূভূষণ ভট্টাচার্য, গদ্যকার ও শিক্ষক সঞ্জয় কুমার নাথ, কবি ও ব্যাংক কর্মকর্তা সুমন বনিক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সবশেষে বাউলগান পরিবেশন করেন বাউল বশিরউদ্দিন সরকার ও শিল্পী ইকবাল সাঁই।
আরসি-১৪