মুরারিচাঁদ কলেজে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৬, ২০২২
১২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২২
১২:৫৯ পূর্বাহ্ন



মুরারিচাঁদ কলেজে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

সিলেটের মুরারিচাঁদ কলেজে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২ পালন করা হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে প্রদর্শিত হয় গণহত্যা বিষয়ক প্রামাণ্যচিত্র

শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ। শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তৌফিক এজদানী চৌধুরীর স্বাগত বক্তব্যে সূচিত সভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়।

এসময় গণহত্যা দিবসের উপর 'সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১-এর সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমেদ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণমূলক আলোচনা করেন। সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

১৯৭১ সালের ২৫শে মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে বাদ জোহর কলেজ ও হোস্টেল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আরএম-০৯