গোয়াইনঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি


মার্চ ২৬, ২০২২
০৩:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২২
০৩:৩৮ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুর ২টায় উপজেলার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মর্জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে পরস্পরের খালাতো বোন।

মারা যাওয়া শিশুরা হলো, গোয়াইনঘাট উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের শিশু কন্যা তানজিনা (৬) একই ইউনিয়নের ঘোষ গ্রামের আলিম উদ্দিনের শিশু কন্যা তাবাসসুম (৫)।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তানজিনা এবং একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তাবাসসুমকে নিয়ে মর্তজাতপুর গ্রামে তাদের বাবার বাড়ি বেড়াতে যান।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরের দিকে তানজিনা ও তাবাসসুম হাতে মেহেদী পরিধান করেন। ধারণা করা হচ্ছে ওই দুই শিশু বিকাল সাড়ে ৩ টার দিকে নানা আহমদ আলীর বাড়ির সন্নিকটবর্তী গর্তে মেহেদী যুক্ত হাত ধুতে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে তারা মৃত্যু বরণ করে।

ওই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এম নজরুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠান। তারা মরদেহগুলি উদ্ধার করে নিয়ে আসেন।

আরসি-১৫