বিয়ানীবাজার প্রতিনিধি
মার্চ ২৬, ২০২২
০৭:৫০ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২২
০৭:৫০ অপরাহ্ন
১৯১৭ সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজারের প্রাচীন বিদ্যাপীঠ পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ মার্চ।
দুই দিনব্যাপী এই উৎসব সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা।
উৎসব উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
শুক্রবার সন্ধ্যায় উৎসব অনুষ্ঠানের সূচী প্রকাশসহ ব্যাপক আয়োজন নিয়ে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শতবর্ষ উদযাপন পরিষদের দায়িত্বশীলরা।
পরিষদের প্রধান সম্মনয়ক সাহেদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বক্তব্যকালে তিনি অনুষ্ঠানের আয়োজনের বিস্তারিত তুলে ধরে উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উৎসব আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল হাসিব জীবন বলেন, শত বছরের এ উৎসব ঘিরে ব্যিালয় প্রাঙ্গন নবীন প্রবীনদের মিলন মেলায় পরিণত হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও উপজেলার সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার আহবান জানান।
পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূতি উদযাপন অনুষ্ঠানের দেশ বরণ্য ব্যক্তিদের পাশাপাশি সমাপনী দিনে সঙ্গীত পরিবেশন ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করবেন আশিক।
২০১৭ সালে পঞ্চখণ্ড হরগোবিন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ করেছে। বিভিন্ন কারণে উৎসব আয়োজন বিলম্বিত হলেও শেষ পর্যন্ত শতবর্ষপূতি উৎসব অনুষ্ঠিত হওয়ায় উচ্চসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম, উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও ছালেহ আহমদ বাবুল, সমন্বয়ক সাহেদ আহমদ, যুগ্ম সমন্বয়ক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।
এস এ/বি এন-০৪