মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ২৬, ২০২২
০৯:০৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২২
০৯:০৪ পূর্বাহ্ন



মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা।

শনিবার (২৬  মার্চ ) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে র‌্যালীসহ পৌরসভা শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।

এসময় প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল,যুগ্ম সাধারন সম্পাদক এম এ রকিব,সাবেক সহসভাপতি ইসমাল মাহমুদ, অর্থ-সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর-সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.মামুন আহম্মেদ, কার্যকরী পরিষদের সদস্য সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য রুবেল আহমেদ,আবুজার বাবলা, আনোয়ার হোসেন জসিম,সৈয়দ আমিরুজামান,শামছুল ইসলাম শামিম, মো.মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, নূর মোহাম্মদ সাগর, অরবিন্দ দেব,এহসান আহমদ সুমন,গোলাম কিবরিয়া জুয়েল,মো.আব্দুস শুকুর  রুমন আহমেদ উপস্থিত ছিলেন।

জি কে/বি এন-০৬