ওসমানীনগরে মহান স্বাধীনতা দিবস পালন

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ২৭, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন



ওসমানীনগরে মহান স্বাধীনতা দিবস পালন

সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মযার্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৬ টায় উপজেলার তাজপুর কলেজের মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন স্কুলের  শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্বাদের ফুল দিয়ে বরন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভাতে বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন,সহঃ কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরুকায়স্থ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নেওয়ামত উল্ল্যা।

ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের  সহ সভাপতি  আব্দাল মিয়া,সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া,সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা,মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান প্রমুখ।

আরসি-১২