স্বাধীনতা দিবসে মেধালয়ে মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন



স্বাধীনতা দিবসে মেধালয়ে মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে মেধালয় স্কুলে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদশর্নী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে মেধালয় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ রবীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার শাম্মী ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট কর্মকর্তা পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ ও মেধালয়ের পরিচালক বিদ্যুৎ কান্তি দাশ প্রমুখ। 

শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে ড. জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধ বিষয়ক ছায়াছবি “আমার বন্ধু রাশেদ” দেখানো হয়। পরে ছায়াছবির উপর উপস্থিত কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

আরসি-১৬