নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২২
০৩:৪২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২২
০৩:৪৩ পূর্বাহ্ন
আগামী ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক কেন্দ্রে গণটিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। গত ক্যাম্পেইনে প্রথম ডোজ নেওয়া লোকজন এ ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ টিকা পাবেন। পাশাপাশি প্রথম ও তৃতীয় ডোজ টিকা প্রদান করবে সিসিক।
আজ শনিবার (২৬ মার্চ) সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যারা গত ২৩ ফেব্রæয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনে ফাইজার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা এবারের ক্যাম্পেইনে ২য় ডোজ গ্রহণ করতে পারবেন। যারা প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এবং এরই মধ্যে চার মাস পূর্ণ হয়েছে তারা পাবেন বুস্টার ডোজ। আর যারা এখনও টিকা নেননি তাদেরকে গণটিকায় ফাইজারের প্রথম ডোজ দেওয়া হবে।
টিকা গ্রহীতাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে টিকার ২য় ডোজ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। নগরের সব মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে এ ক্যাম্পেইন বলে জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সব নাগরিক কোভিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণের ৪ মাস অতিক্রম হয়েছে কিন্তু তারা এখনো ৩য় ডোজ গ্রহণ করেননি তারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকার ৩য় ডোজ গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইলে ক্ষুদে বার্তা ছাড়াই তাদেরকে টিকা প্রদান করা হবে। টিকাগ্রহণ পরবর্তীতে সিসিকে যোগাযোগ করলে তারা টিকা সনদও পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ বছর বয়সের উর্ধ্বে যারা এখনও কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি তাদেরকেও টিকার প্রথম ডোজ প্রদান করা হবে। ১৮ বছর ও তদুর্ধ্ব যে সব নাগরিক জনসন এন্ড জনসন টিকা গ্রহণ করেছিলেন, তাদের ২য় ডোজ গ্রহণ করতে হবে না।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এসএইচ/আরসি-১৭