খেলা ডেস্ক
মার্চ ২৭, ২০২২
০৩:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২২
০৩:৫৯ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজের আয়োজনে এ টুর্নামেন্টের সার্বিক সহযোগীতা ছিল মেডিকেল কলেজ ছাত্রলীগ।
আজ শনিবার ( ২৬ মার্চ ) মেডিকেল কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ ও সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. এমএ আজিজ চৌধুরী, অধ্যাপক ডা. ময়নুল হক, অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ডা. শামসুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আরসি-১৯