শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ২৬, ২০২২
০৫:৪০ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২২
০৫:৪০ অপরাহ্ন



শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের প্রক্যশলী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম জহির আহমেদ (২৪)।

শনিবার (২৬ মার্চ) রাত সোয়া ৯টার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কমপক্ষে আরও তিন জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিনহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।

জহির আহমেদ মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরসি-০২