পুতিনের বিষয়ে সুর পাল্টাল হোয়াইট হাউস

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২২
১২:৫৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২২
১২:৫৮ অপরাহ্ন



পুতিনের বিষয়ে সুর পাল্টাল হোয়াইট হাউস

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। আর সেই প্রতিক্রিয়ার পরপরই সুর বদল করে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস।

এক প্রতিবেদনে হোয়াইট হাউসের ব্যাখ্যা দেওয়ার বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য ছিল যে পুতিনকে তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না। তিনি রাশিয়ায় পুতিনের ক্ষমতা কিংবা শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে কোনো আলোচনা করেননি।  

এর আগে, শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশের রয়্যাল ক্যাসেলের ক্যাপস্টোন ভাষণে কঠোর হুঁশিয়ারি দিয়ে জো বাইডেন বলেন, রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আর বেশি দিন স্থায়ী হবে না। ঈশ্বরের ইচ্ছাতেও তিনি ক্ষমতায় যেতে পারবেন না। যদিও মার্কিন কর্মকর্তারা আগে বলেছিলেন, পুতিনকে ক্ষমতা থেকে অপসারণ করা তাদের লক্ষ্য নয়। খবর বিবিসির।

এরপর পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, এটি বাইডেনের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ানদের মাধ্যমেই নির্বাচিত হয়। 

এদিকে চলতি মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট এন্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, শাসন পরিবর্তনের বিষয়ে রাশিয়ান জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কাকে নেতৃত্ব দিতে চায়। বিষয়টি আমাদের নয়।  

এর আগে ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়ারশতে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের সঙ্গে দেখা করার পর ক্ষোভ উগরে দেন তিনি। ইউক্রেন ইস্যুতে কয়েক দিন আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেও অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

আরসি-১২