হরতালের সমর্থনে সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২২
০৮:০১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২২
০৮:০১ অপরাহ্ন



হরতালের সমর্থনে সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল

আগামীকাল সোমবার বাম গণতান্ত্রিক জোটের ডাকে অর্ধদিবস হরতালের সমর্থনে আজ রবিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেটে মশাল মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান।

তিনি জানান, আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে হরতালের সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। এতে বাম জোটের সর্বস্থরের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অংশ নেওয়া আহ্বান জানিয়েছেন তিনি। 

আরসি-১৬