সিকৃবি সংবাদদাতা
মার্চ ২৭, ২০২২
০৮:১৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২২
০৮:১৫ অপরাহ্ন
অনলাইনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের ২য় আসর শুরু হচ্ছে।
আগামীকাল সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টায় অনলাইনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২- এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
এতে উপস্থিত থাকবেন সংগঠনটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
তিন দিন ব্যাপী উৎসবটিতে মোট ২৫টি নির্বাচিত চলচ্চিত্র অনলাইনে প্রদর্শন শেষে আগামী বুধবার সমাপ্ত হবে। এছাড়া তরুণ নির্মাতাদের নিয়ে একটি ওয়েবিনার ও অন্যান্য অতিথিদের সাথে আলোচনা অনুষ্ঠিত হবে। উৎসবের সকল আয়োজন সন্ধ্যার পর চলচ্চিত্র সংসদের ফেসবুক পাতা ( এখানে ক্লিক করুন ) থেকে সরাসরি উপভোগ করা যাবে।
চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন, আন্তর্জাল চলচ্চিত্র উৎসবটি একটি অনলাইনভিত্তিক আয়োজন। মূলত বাংলাদেশী চলচ্চিত্রগুলো এ উৎসবে প্রদর্শন করা হয়ে থাকে। আশা করি, গত বছরের ন্যায় এবারও উৎসবটি দর্শকদের মনকে ছুঁয়ে যাবে।
এবারের আসরে জুরি সদস্য হিসেবে রয়েছেন- নির্মাতা মোক্তাদির ইবনে সালাম, নির্মাতা রহমতউল্লাহ তুহিন।
উৎসব শেষে জুরি সদস্যদের মতামতের ভিত্তিতে সেরা তিন চলচ্চিত্রকে পুরষ্কৃত করা হবে।
এসএন/আরসি-১৭