অস্কার-২০২২: পুরস্কার পেলেন যারা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২২
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২২
০২:৪৫ অপরাহ্ন



অস্কার-২০২২: পুরস্কার পেলেন যারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৪তম আসর।

বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরষ্কার প্রদান অনুষ্ঠান। একনজরে দেখে নেওয়া যাক এবারের আসরে বিজয়ীদের নাম:

সেরা সিনেমা ও সেরা অনূদিত (অ্যাডাপ্টেড) চিত্রনাট্য: কোডা
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
সেরা অভিনেতা: উইল স্মিথ
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন
সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার
সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস
সেরা এনিমেটেড সিনেমা: অ্যানচ্যান্টো
সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টেমি ফে
প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল ইফেক্ট, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ও সম্পাদনা: ডুন
মৌলিক সঙ্গীত: ডুন
সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল
শর্ট ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবলর
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা

আরএম-০১