সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৮, ২০২২
০৩:২৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২২
০৩:২৩ অপরাহ্ন
মেট্রোপলিট্রন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী, বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সুযোগপ্রাপ্ত নাফিউল আদনান চৌধুরীর সাথে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত আড্ডা উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই সোসাইটি।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ প্রাণখোলা আড্ডা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক সোহেল আহমেদ, সফটওয়্যার প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ফুয়াদ আহমেদ, প্রভাষক আখলাক-উজ-জামান আশিক, মুশতাক শাহরিয়ার রাফি, তাজকিয়া নূরী অনন্যা, নাফিউল আদনানের মাসহ সিএসই সোসাইটির সদস্যরা।
রেজওয়ান আহমদ ও নাজিফা তাসনিম চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে নাফিউল আদনান চৌধুরী তার মেট্রোপলিট্রন ইউনির্ভাসিটি থেকে গুগল যাত্রার গল্প শোনান উপস্থিত শিক্ষার্থীদের। পা
শাপাশি জিজ্ঞাসু অনেকের প্রশ্নের উত্তরও তিনি। আদনান প্রত্যাশা করেন, তার পথ ধরে আরো অনেকেই গুগলসহ অন্যান্য টেক জায়ান্টে মেট্রোপলিট্রন ইউনির্ভাসিটির প্রতিনিধিত্ব করবে।
শেষে সিএসই সোসাটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিপ্লব দেবসহ অন্যান্যরা নাফিউল আদনান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আরসি-০৬