সিলেটে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বামজোটের হরতাল

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৮, ২০২২
০৬:১৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২২
০৬:১৫ অপরাহ্ন



সিলেটে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বামজোটের হরতাল

নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে আজ সোমবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। সিলেটে এই হরতাল শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে।

আজ সোমবার (২৮ মার্চ) সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকটা শান্তিপূর্ণভাবে। সিলেটে এই অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

এদিকে, হরতালের সমর্থনে সিলেট নগরের কোর্টপয়েন্টে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। সেখানে বক্তব্য দেন বাম নেতারা।

তাঁরা বলেন, ‘দ্রব্যমূল্যেরর লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। সিন্ডিকেটের মাধ্যমে সবধরনের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের সেদিকে কোনো খেয়াল নেই।’

আরসি-০৮