নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২২
০৩:৫৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২২
০৩:৫৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিএনপির মহাসচিব ও সম্মেলনের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির ১৮ ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক। পরে পায়রা ও বেলুন উড়ানো হয়৷ পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মঞ্চে উঠেন। এ সময় বিএনপি দলীয় সংগীত পরিবেশিত হয়৷
এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন, ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
এনএইচ/আরসি-০১