এখন আমার বড় দুঃসময়

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৯, ২০২২
০৬:২০ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২২
০৮:১১ অপরাহ্ন



এখন আমার বড় দুঃসময়
জেলা বিএনপির সম্মেলনে দিনারের বাবা

গুম হওয়া ছাত্রদল নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ বলেছেন, এখন আমার দুঃসময়। আমার চারপাশে পিচাশের দল ঘুরছে। তবুও আমি নির্বাক। কারণ আমার এখন বড় দুঃসময়। আমার বড় সন্তান আমার পাশে নেই। আমাদের প্রত্যেকের প্রত্যাশা ৬০ ঊর্ধ্ব হওওয়ার পর আমাদের ছেলে আমাদের দেখাশোনা করবে। কিন্তু আমার সেই প্রত্যাশা নেই। এখন আপনারাই আমার প্রত্যাশা। আমি যখন দেখি তরুণ কোনো ছেলে অসুস্থ বাবাকে সেবা করে তখন আমি ভাবি আমার ছেলে আমার কাছে নেই।'

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলনে গুম হওয়া নেতাদের পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

নিজের পেনশন আটকে গেছে জানিয়ে ডা. মঈন বলেন, আমি দীর্ঘদিন সিভিল সার্জন ছিলাম ঝিনাইদহ জেলার। কিন্তু আজকের এই দুঃসময়ে আমার পেনশন আটকে আছে বিনা কারণে। ডা. জাহিদের কাছে অনুরোধ তিনি যেন আমার পেনশনের বিষয়ে সাহায্য করেন। কারণ আমি আর্থিক ও সামাজিক দিক দিয়ে আজ বড় অসহায় একজন। আজ আমার বড় ছেলে নেই। সে থাকলে হয়তো কিছু একটা করত। 

তিনি আরও বলেন, 'এখন আপনারাই আমার সবচেয়ে ভরসা। ছেলে না থাকলেও নিয়মিত আমার খোঁজ খবর নেন দলের নেতাকর্মীরা। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আলী আহমদ সবাই আমার খোঁজখবর নেন।'

তিনি বলেন, আমার মেয়ে ও মেয়ের জামাই শামীম বলেছিলেন আজ সম্মেলনে এসে ‍কিছু কথা বললে মনটা হালকা হবে। তাই আমি এসেছি। আর আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। 

আরসি-০৯