কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩০, ২০২২
০৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২২
০৪:৩৮ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুর উপর হামলার ঘটনায় ছেলেসহ বাবা জেল হাজতে।
আসামীরা হলেন উপজেলার বাগজুর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে হাছন আলী (৬৩) ও হাছন আলীর ছেলে ইউপি সদস্য সাইদুর রহমান।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী ৭নং আদালতে জামিন চাইতে হাজির হলে মাননীয় আদালতের বিচারক দিলরুবা ইয়াসমিন তাদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করে।
এর আগে গত ১৯ মার্চ সকাল ১১টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর চিলাডহর স্কুলে একটি সালিশ বিচারের ইউপি চেয়ারম্যানের উপর সাইদুর রহমান মেম্বারের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা করে। হামলার ঘটনায় চেয়ারম্যানের মাথায় একাধিক সেলাই লাগে এবং শরীরিলের বিভিন্ন স্থানে আঘাত পায়। ওসমানী মেডিকেল দুই চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেন চেয়ারম্যান।
এ ঘটনায় চেয়ারম্যানের ভাই সাইফুর রহমান সুমন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু জানান, নির্বাচনী জেরে আমার উপর ক্ষিপ্ত ছিল সাইদুর রহমান মেম্বার। তার মামা নির্বাচনে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল। নির্বাচনের পরে বিভিন্ন তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার একটি সালিশ বিচারের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যানসহ সাবেক কয়েক জন চেয়ারম্যানের সামনে শত শত মানুষের উপস্থিতে আমার উপর অতর্কিত হামলা করা হয়। আমার পরিবারের পক্ষে থেকে মামলা দেওয়া হয়। আজকে ঐ মামলায় আদালত সাইদুর রহমান ও তার পিতা হাছন আলী জেল হাজতে প্রেরণ করেছেন বলে আইনের প্রতি আমার বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। বাকী আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য প্রয়াসনের হস্তক্ষেপ কামনা করি।
ঘটনার সততা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এসআই আজিজুর রহমান বলেন, চেয়ারম্যানের উপর হামলার ঘটনার দিনই মামলা রেকর্ড করা হয়েছে। আসামীরা পলাতক থাকায় তাদেরকে থানা পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই। আসামীরা মঙ্গলবার আদালতে জামিন নিতে গেলে মাননীয় আদালত তাদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।
কেএ/আরসি-০১