নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩০, ২০২২
০৫:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২২
০৫:৪৫ পূর্বাহ্ন
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেছেন, ‘সমাজে নারীর প্রতি সহিংসতা কমছে, সব সেক্টরে নারীর অংশগ্রহণ বাড়ছে। তারপরও সমস্যা রয়ে গেছে। নারীর প্রতি বৈষম্য রোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন পরিবার থেকেই শুরু করতে হবে।’
তিনি মঙ্গলবার সিলেট সদরে তিন দিনব্যাপী মানবাধিকার, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও অ্যাডভোকেসি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিস্টিয়ান এইড-এর আর্থিক এবং কারিগরি সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
বক্তব্যে ইউএনও আরও বলেন, ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন দক্ষিণ এশিয়ার মধ্যে ভালো অবস্থানে রয়েছে। বিশ্বের উন্নত দেশের নাগরিকরা এ উদাহরণ দেখলে অবাক হয়। বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী থাকার কারণে সবকিছু সম্ভব হচ্ছে।’
কর্মশালায় বক্তারা আরও বলেন, ‘পিছিয়েপড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ জন্য সমাজের সবস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারী-পুরুষ বৈষম্য দূর করে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।’ সিলেটে এ প্রকল্প বাস্তবায়িত হলে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন আলোচকরা।
শহরতলীর এফআইভিডিবি যেহীন আহমদ প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কর্মশালার শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের সিলেট ডিভিশনাল ফ্যাসিলিটেটর মো. শাহজাহান মিয়া।
প্রকল্পের সদর উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক ফোরামের সহসভাপতি রহমান ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, সহসভাপতি মো. মতিউর রহমান। বক্তব্য দেন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মোহাম্মদ মহসীন, ফোরামের সদস্য সিনিয়র শিক্ষক আব্দুর রহমান ও সহসাধারণ সম্পাদক কামাল আলী গাজী।
প্রথম দিনের প্রশিক্ষণ পরিদর্শন করে প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে বক্তব্য দেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার তানজা নাদের ও লায়লা জেসমিন বাণু। কর্মশালায় সিলেট সদর এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশ নেন।
এসএইচ/আরসি-০৩