অনন্ত হত্যার রায়: আসামিদের আনা হয়েছে এজলাসে

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩০, ২০২২
০৪:৪৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২২
১০:২০ অপরাহ্ন



অনন্ত হত্যার রায়: আসামিদের আনা হয়েছে এজলাসে

সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলার রায় আজ বুধবার ( ৩০ মার্চ)।

এদিন বেলা সাড়ে বারোটায় কারাগারে থাকা দুই আসামিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়৷

সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদকে (২৫) এ সময় আদালতে তোলা হয়।

আরসি-০৭