ব্লগার অনন্ত হত্যায় ৪ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩০, ২০২২
০৪:৫৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২২
০১:৫৯ পূর্বাহ্ন



ব্লগার অনন্ত হত্যায় ৪ জনের মৃত্যুদন্ড

সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। খালাস পে‌য়ে‌ছেন একজন। 

আজ বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা দেন। 

রায়ে কানাইঘাটের আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭) ও সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদকে মৃত্যুদন্ড দেওয়া হয় (২৫)।

এছাড়া অপর দুই আসামির মধ্যে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমানকে খালাস (৩০) এবং কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪) কারাগারে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফাসির দন্ডপ্রাপ্ত আসামির মধ্যে আবুল খয়ের রশিদ কারাগারে রয়েছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এনএইচ/আরসি-০৮