জৈন্তাপুর প্রতিনিধি
মার্চ ৩০, ২০২২
০৭:০৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২২
০৭:০৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরর বিভিন্ন স্থানে ভারতীয় তীর খেলা (জুয়া) বন্ধের জন্য জৈন্তাপুর থানা পুলিশ বুধবার (৩০ মার্চ ) এক অভিযান পরিচালনা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে একটি চক্র ভারতীয় তীর খেলা খেলা পরিচালনা করে আসছে। দীর্ঘ দিন উপজেলায় খেলাটি বন্ধ থাকলে হঠাৎ করে তীর খেলা নামক খেলাটি বৃদ্ধি পায়।
যার কারণে উপজেলার বিভিন্ন পেশার মানুষ খেলায় আসক্ত হয়ে পড়ে এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটছে।
খেলাটি বন্ধ করতে পুলিশ বিক্ষিপ্ত ভাবে অভিযান পরিচালনা করলেও খেলাটি ভিভাইস ব্যবহারের মাধ্যমে চলে আসছে। ২৯ মার্চ দিবাগত রাতে উপজেলার সাবেক বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় চাঙ্গীল ও পূর্ববাজার এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ভারতীয় তীর খেলার আস্তানা উচ্ছেদ করে। জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাথে ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি, জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দ।
কাজী শাহেদ জানান, ভারতীয় তীর খেলা পরিচালনার জন্য বাংলাদেশী এজেন্ট নিয়োগ করে খেলাটি পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে খেলা পরিচালনার এলাকায় চিহ্নিত করে আমরা অভিযান পরিচালনা করে আস্তানা গুলো গুঁড়িয়ে দিয়েছি। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এজেন্টরা পালিয়ে যায়। আমরা বিভিন্ন মাধ্যমে তাদের তালিকা তৈরী করছি এছাড়া তীরখেলা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।
আর কে/বি এন-০৪